সাগর-বক্ষে

      নীলাকাশে ভাসে মেঘকুল,
শ্বেত কৃষ্ণ বিবিধ বরণ —
তাহে তারতম্য তারল্যের
পীত ভানু মাঙ্গিছে বিদায়।
রাগচ্ছটা জলদ দেখায়।

      বহে বায়ু আপনার মনে,
প্রভঞ্জন করিছে গঠন —
ক্ষণে গড়ে, ভাঙ্গে আর ক্ষণে —
কতমত সত্য অসম্ভব —
জড়, জীব, বর্ণ, রূপ, ভাব।

      ঐ আসে তূলারাশি সম,
পরক্ষণে হের মহানাগ,
দেখ সিংহ বিকাশে বিক্রম,
আর দেখ প্রণয়িযুগল;
শেষে সব আকাশে মিলায়।

      নীচে সিন্ধু গায় নানা তান;
মহীয়ান্ সে নহে, ভারত!
অম্বুরাশি বিখ্যাত তোমার;
রূপরাগ হ'য়ে জলময়
গায় হেথা, না করে গর্জন।